Inqilab Logo

সোমবার, ১৫ আগস্ট ২০২২, ৩১ শ্রাবণ ১৪২৯, ১৬ মুহাররম ১৪৪৪
শিরোনাম

যশোরে আকিজ বিড়ি ফ্যাক্টরিতে বেতন বোনাসের দাবিতে বিক্ষোভ

প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

যশোর ব্যুরো : বেতন বোনাসের দাবিতে যশোর আকিজ বিড়ি ফ্যাক্টরির শ্রমিক কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে যশোরের নাভারন আকিজ বিড়ি ফ্যাক্টরির সামনে এই সমাবেশে বিক্ষুব্ধ শ্রমিক কর্মচারী অংশ নেন। তারা বেতন বোনাস বৃদ্ধি ছাড়া পরিচালক শেখ আজিজ উদ্দিন হিরনের অপসারণ দাবি করেন। সমাবেশে বক্তব্য দেন, ফ্যাক্টরি ম্যানেজার সোহেল হোসেন, শ্রমিক নেতা ফজলুর রহমান, কর্মচারী গোলাম আজম, শ্রমিক আবুল কাশেম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, গত ২৭ জুন প্রতিষ্ঠানের রংপুরের তামাক ক্রয় কেন্দ্রে ব্যবস্থাপক আব্দুল কাদেরকে পরিচালক হিরন লাঞ্ছিত করেন। এছাড়া তিনি আরও কয়েকজন ব্যবস্থাপকের সঙ্গে অসৌজন্যমূলক আচরন করে পরিস্থিতি অশান্ত করে তুলেছেন। তাকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। জানা যায় নাভারন, কাশিয়াডাঙ্গাসহ বাগেরহাট, কুষ্টিয়া, রংপুরের ১৫ টি ফ্যাক্টরিতে এই আন্দোলন চলছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যশোরে আকিজ বিড়ি ফ্যাক্টরিতে বেতন বোনাসের দাবিতে বিক্ষোভ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ