Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাগরমাথা সংলাপে মোদি ও ইমরান আমন্ত্রিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

নেপাল তার ‘সাগরমাথা সংলাপে’ ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীদের পাশাপাশি বেশ কয়েকজন সরকার ও রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে। সাগরমাথা সংলাপ হবে ২-৪ এপ্রিল। কাঠমান্ডুর কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। নেপালের সা¤প্রতিক ইতিহাসে এটিই সবচেয়ে বড় ধরনের ক‚টনৈতিক উদ্যোগ বিবেচিত হচ্ছে। সার্কভুক্ত দেশগুলোর পাশাপাশি বিশ্বের অনেক নেতাও এতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। নেপাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাগরমাথা সচিবালয়ের সাথে সংশ্লিষ্ট একটি স‚ত্র জানিয়েছে, ১৫০ জনের বেশি বিদেশী অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এদের মধ্যে রয়েছেন সরকার ও রাষ্ট্রপ্রধান, ব্যবসায়িক নেতা, মিডিয়া, বহুপক্ষীয় সংস্থার প্রধান, থিঙ্ক ট্যাঙ্ক বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি ও অ্যাক্টিভিস্ট। ওই কর্মকর্তা জানিয়েছেন, সার্ক নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোদি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ