বোয়ালমারী পৌর নির্বাচন: আওয়ামী লীগ প্রার্থী লিপন বিজয়ী

ফরিদপুরের বোয়ালমারী পৌর নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাংবাদিক সেলিম রেজা
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১১ পিছ ইয়াবা ট্যাবলেট ও ২০ পুড়িয়া হেরোইনসহ মোহাম্মদ নজরুল ইসলাম নজু (৩৫) নামে এম মাদক স¤্রাটকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাত দেড় টার দিকে সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোঃ রাজিবুল ইসলামের নেতৃত্বে উপজেলার কুচিয়ামোড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাদক ব্যাবসায়ী উপজেলার কুচিয়ামোড়া গ্রামের মৃত ফুলচাঁন সরদার এর ছেলে। জানা যায়, ইতি পূর্বে ওই মাদক কারবারীর বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে। যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন।
শেখরনগর তদন্ত কেন্দ্রের এস,আই হাসান আক্তার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদিখান সার্কেল স্যারের নেতৃত্বে ১১ পিছ ইয়াবা ট্যাবলেট ও ২০ পুড়িয়া হেরোইনসহ তাকে গ্রেপ্তার করতে স্বক্ষম হই। গ্রেপ্তারকৃত মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।