বানভাসিরা চোখের পানি ফেলছে আর সরকার আছে নাচ-গান নিয়ে : আমান
সিলেট-সুনামগঞ্জসহ বন্যাকবলিত এলাকার মানুষ চোখের পানি ফেললেও সরকার তাদের পাশে নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান।
ছালাউদ্দিন আরব আমিরাত থেকে : আর আমিরাতের শারজায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি। জানা গেছে, গত বুধবার শারজায় আল দাইদ রোড পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ির নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে দুর্ঘটনায় গাড়ির চালকসহ গাড়িটি আটক করেছে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।