Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নওগাঁর সাপাহারে পোল্ট্রি ফার্মে অগ্নিকান্ডে ৭ হাজার মুরগী পুড়েছে

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২০, ৬:৩৩ পিএম

নওগাঁর সাপাহারে বৈদ্যুতিক সর্ট সার্কিটে বিদ্যুতায়িত হয়ে অগ্নিকান্ডে পোল্ট্রি ফার্মের ৭ হাজার মুরগীর বাচ্চা পুড়ে ভস্মিভূত হয়েছে। উক্ত অগ্নিকান্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এলাকাবাসী সুত্রে জানা গেছে, রোববার দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর মোড়ে থ্রি স্টার পোল্ট্রি ফার্মে বৈদ্যুতিক সর্ট সার্কিটে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৭হাজার মুরগীর বাচ্চা পুড়ে যায়। এলাকাবাসী ধোঁয়ার কুন্ডলী দেখতে পেয়ে ফার্ম মালিককে জানালে তাৎক্ষনিক ভাবে তিনি পতœীতলা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে ফার্ম মালিক জাহাঙ্গীর আলম জানান, তার পোল্ট্রি ফার্মে বিদ্যুতের সর্টসার্কিটে বিদ্যুতায়িত হয়ে এ অগ্নিকান্ড ঘটে। এ অগ্নিকান্ডে ফার্মের অবকাঠামো ও মুরগীর বাচ্চা পুড়ে যাওয়ায় তার প্রায় ১৫ লক্ষ টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ