Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আফগান বাহিনীর হামলায় নিহত ৫১

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

তালেবানদের ওপর আকাশ ও স্থল হামলা চালিয়েছে আফগান বাহিনী। ২৪ ঘন্টায় হামলায় ৫১ জন নিহত হয়েছে বলে রোববার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। এই হামলা দেশটিতে দীর্ঘদিন ধরে তালেবানদের সঙ্গে সরকারের চলমান শান্তি আলোচনাকে ঝুঁকির মুখে ফেললো বলে আশঙ্কা করা হচ্ছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নয়টি প্রদেশে তালেবানদের বিরুদ্ধে ১৩টি স্থল ও ১২টি বিমান হামলা চালানো হয়েছে। এতে ৫১ ‘সন্ত্রাসী’ নিহত, ১৩ জন আহত ও ছয় জন আটক হয়েছে। উত্তরের প্রদেশ বলখের কর্মকর্তারা জানিয়েছেন, বিমান হামলায় অন্তত তিন নারী ও চার শিশু নিহত হয়েছে। এ ঘটনায় প্রাদেশিক গভর্নরের দপ্তরের কাছে বিক্ষোভ হয়েছে। এদিকে তালেবান জানিয়েছে, শনিবার তারা কুন্দুজে নিরাপত্তা বাহিনীর একটি চৌকিতে হামলা চালিয়েছে। এতে নিরাপত্তা বাহিনীর ১০ সদস্য নিহত হয়েছে। রয়টার্স।



 

Show all comments
  • Hossain ২৮ জানুয়ারি, ২০২০, ৯:২৩ এএম says : 0
    সন্ত্রাসী না বলে তালেবান বললে ভালো হতো।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ