Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মসজিদের জায়গায় টয়লেট ও সিএনজি স্ট্যান্ড

দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

মসজিদের জায়গা দখল করে টয়লেট, যাত্রী ছাউনী ও সিএনজি স্ট্যান্ড নির্মাণের অভিযোগ উঠেছে তালোড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম বকুলের বিরুদ্ধে। এর প্রতিবাদে গতকাল সোমবার মসজিদ কমিটির আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
তালোড়া রেলঘুমটি সংলগ্ন রেলগেট জামে মসজিদের সামনে প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তালোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রাজু, তালোড়া পৌর ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম নজু সহ প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৯৭ সালে রেলের ৩০ শতক জায়গা লিজ নিয়ে তালোড়া রেলগেট জামে মসজিদ নির্মাণ করা হয়। মসজিদটি নির্মাণের পর থেকে ৫ বছর পর পর রেলওয়ের নিয়মানুসারে খাজনা পরিশোধ করে আসছে। মসজিদ সংলগ্ন পূর্ব পার্শ্বে বিশাল শৌচাগার রয়েছে। মসজিদের পূূর্ব পার্শ্বের জায়গায় অস্থায়ীভাবে দোকান বসিয়ে অনেক বেকারের কর্মসংস্থান হয়েছে। তালোড়া পৌর মেয়র তালোড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম বকুল দলীয় প্রভাব বিস্তার করে সম্পূর্ণ অনিয়মতান্ত্রিক ভাবে মসজিদের লিজকৃত পূর্ব পার্শ্বের ভরাট জায়গা জোরপূর্বক দখল করে তার উপর টয়লেট, যাত্রী ছাউনী ও সিএনজি স্ট্যান্ড নির্মাণ পরিকল্পনা গ্রহণ করে কাজ শুরু করেছেন।

কোনো প্রকার আলোচনা ছাড়াই মসজিদের জায়গায় টয়লেট, যাত্রী ছাউনী ও সিএনজি স্ট্যান্ড নির্মাণের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা তা বন্ধের দাবি জানান। অন্যথায় ধর্মপ্রাণ মুসলমান ঐক্যবদ্ধ ভাবে মসজিদের জায়গা অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিবে।

এ ব্যাপারে মেয়র আমিরুল ইসলাম বকুল জানান, তালোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের উত্তর পার্শ্বের পিছনে রেলের পরিত্যক্ত জায়গার উপর জনস্বার্থে টয়লেট, যাত্রী ছাউনী ও সিএনজি স্ট্যান্ড নির্মাণের অনুমতির জন্য গত বছর রাজশাহী রেলওয়ে চিফ এস্টেট অফিসারের নিকট লিখিতভাবে আবেদন করেন। অনুমতি পেয়ে তারা কাজ শুরু করেছেন।

 

 



 

Show all comments
  • Abdullah AL Mamun Amran ২৮ জানুয়ারি, ২০২০, ১:২১ এএম says : 0
    মুসলমানদের আবেগঘন মসজিদের জায়গায় বানিজ্যের পসার বসেছে।
    Total Reply(0) Reply
  • Salim Patwary ২৮ জানুয়ারি, ২০২০, ১:২১ এএম says : 0
    কি ভাবে সম্ভব এগুলো মুসলমানের দেশে??
    Total Reply(0) Reply
  • Anisa Chy Mim ২৮ জানুয়ারি, ২০২০, ১:২১ এএম says : 0
    আস্তাগফিরুল্লাহ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মসজিদ

১৫ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ