Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

কাতারের প্রধানমন্ত্রী আবদুল্লাহর পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী খালিদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২০, ৪:১৪ পিএম

মধ্যপ্রাচ্যের দেশ কাতারের প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানি পদত্যাগ করেছেন। মঙ্গলবার দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
এদিকে, প্রধানমন্ত্রীর পদত্যাগের পর পরবর্তী উত্তরসূরি হিসেবে শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানির নাম ঘোষণা করেছেন দেশটির আমির।
কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানি নতুন প্রধানমন্ত্রীর পাশাপাশি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করবেন। তবে প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানির পদত্যাগের কোনও কারণ এখনও জানা যায়নি।
মঙ্গলবার দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে নতুন প্রধানমন্ত্রী শেখ খালিদ শপথ গ্রহণ করেছেন। এ সময় দেশটির ডেপুটি আমির শেখ আব্দুল্লাহ বিন হামাদ আল থানি উপস্থিত ছিলেন।
২০১৩ সালের ২৬ জুন কাতারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন শেখ আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ