Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইরাকে বিক্ষোভ অব্যাহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

শিয়া নেতা মুক্তাদা আল সদরের বিক্ষোভ প্রত্যাহারের সিদ্ধান্ত উপেক্ষা করে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থান ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সরকারবিরোধীরা। নিরাপত্তা রক্ষাকারীদের সঙ্গে তৃতীয় দিনের মতো অব্যাহত ছিল সেখানে সংঘর্ষ। ফলে সোমবার তাহরির স্কোয়ার ছিল উত্তেজনায় প‚র্ণ। এদিন রাস্তার পাশের ফেরিওয়ালারা নেমে পড়েছিলেন। তারা বিক্ষোভকারীদের মধ্যে বিক্রি করছিলেন মোবাইলের ব্যাটারি, চার্জার, শুকনো খাবার। আর চারদিক থেকে লাউড স্পিকারে বাজানো হচ্ছিল দেশাত্মবোধক বিভিন্ন গান। সেখান থেকে কয়েক শত মিটার দ‚রে খিলানি স্কোয়ার। বিক্ষোভের অন্যতম প্রাণকেন্দ্র এটি। এখানে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা রক্ষাকারীদের সংঘর্ষ চলছিল। নিরাপত্তা রক্ষাকারীরা ছুঁড়ছিল কাঁদানে গ্যাস ও লাইভ বুলেট। এর আগে দাঙ্গা পুলিশ সংক্ষিপ্ত সময়ের জন্য বিক্ষোভকারীদের দিকে গুলি ছোড়ে, তাদের স্থাপিত অস্থায়ী তাঁবুতে আগুন ধরিয়ে দেয়। এর ফলে বিক্ষোভকারীদের অল্প সময়ের জন্য সেখান থেকে হটিয়ে দিতে পেরেছে তারা। দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়া, বসরা ও দিবানিয়েতে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে নিরাপত্তা রক্ষাকারীদের। আল-জাজিরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরাক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ