Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

চলাচল অনুপযোগী সড়কে সীমাহীন দুর্ভোগ

প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
সখিপুর-ঢাকা সড়কের গোড়াই পর্যন্ত হাজারো খানাখন্দের কারণে ঈদে ঘরমুখো মানেুষের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়ক পথে সখিপুর থেকে ঢাকার দূরত্ব ৯৮ কিঃমিঃ। এরমধ্যে গোড়াই পর্যন্ত ২৮ কিঃমিঃ পর্যন্ত হাজারো খানাখন্দে ভরপুর। ফলে আধা ঘণ্টার সড়ক বাসে যেতে সময় লাগে দুই থেকে তিন ঘণ্টা। সখিপুর-ঢাকা সড়কের গোড়াই পর্যন্ত হাজারো খানাখন্দের মধ্যে সখিপুর বাজার বনিক সমিতির সামনে, ডাকঘরের সামনে, পূর্বদেশ ফিলিং স্টেশনের সামনে, তক্তারচালা নতুন বাজারে পুকুর সদৃশ গর্তের মধ্যে মাঝে মধ্যেই যানবাহন আটকা পড়ে সখিপুর-ঢাকার সাথে সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। ঈদুল ফিতরের পূর্বে সড়কটির সংস্কার না করায় ঈদে ঘরমুখো মানুষের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। মির্জাপুর, সখিপুর, ঘাটাইল, ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার লাখ লাখ যাত্রী এ সড়কে যাতায়াত করে। এছাড়া আনারস, করলা, আম-কাঁঠাল, কলা, বেগুন, শশাসহ বিভিন্ন ফলমুল, শাকসবজি এ সড়কে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহন করা হয়। ঈদের সময় চন্দ্রা, কালিয়াকৈর, মির্জাপুর, টাঙ্গাইলসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার সাথে যোগাযোগে মহাসড়কে যানজট থাকলে বিকল্প হিসাবে এ সড়কটি ব্যবহার করা হয়। কিন্তু সড়কটি যান চলাচলের অনুপযোগী হওয়ায় ঈদে উত্তরাঞ্চলের যাত্রীদেরও অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হবে। জনগুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ঈদে ঘরমুখো ভুক্তভোগী যাত্রীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলাচল অনুপযোগী সড়কে সীমাহীন দুর্ভোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ