Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বরিশাল নগরীর নিরাপত্তায় বিএমপির ১৩ পয়েন্টে সিসি ক্যামেরা

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২০, ৭:৩৩ পিএম

বরিশাল মহানগরীর নগরীর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে ১৩টি পয়েন্টে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করেছে মেট্রোপরিটান পুলিশ-বিএমপি। বিএমপি’নর সদর দপ্তরে সিসি ক্যামেরার কন্ট্রোল রুম উদ্বোধন করে পুলিশ কমিশনার মো. শাহাবউদ্দিন এপদক্ষেপে নগরবাসীর নিরাপত্তা আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

বিএমপির মিডিয়া বিভাগের দায়িত্বরত পরিদর্শক তানজিল হোসেন সাংবাদিকদের জানান, নগরীর আদালতপাড়া, নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল, রূপাতলী বাস টার্মিনাল, কাকলীর মোড়, জেলখানার মোড় সহ গুরুত্বপূর্ন ১৩টি পয়েন্টে মোট ২৯টি সিটি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এগুলো নিয়ন্ত্রন করা হবে বিএমপি’র সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে। এরফলে নগরীর নিরাপত্তার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রনে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পরিশ কমিশনার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএমপি

৮ জানুয়ারি, ২০২১
২৬ অক্টোবর, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ