Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘মাদরাসা শিক্ষাকে খাটো করে দেখার সময় শেষ’

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৪ এএম

আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ মুহাম্মদ মহসিন বলেছেন, মাদরাসা শিক্ষা হচ্ছে ইহকাল ও পরকাল উভয়ের জন্য। বর্তমান মাদরাসা শিক্ষার্থীরা সরকারি বেসরকারি সংস্থাসহ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মতো বড় বড় জায়গায় প্রতিযোগীতা করে চাকরি করছে। মাদরাসার ছাত্র-ছাত্রীরা কোনো অংশে পিছে নেই।
তিনি আরও বলেন মাদরাসার ছাত্ররা এ দেশে নেতৃত্ব দেয়ার মত যোগ্যতা অর্জন করছে। মাদরাসাকে যারা অবহেলার চোখে দেখে তারা বোকার স্বর্গে বাস করে উল্লেখ করে তিনি বলেন, মাদরাসার ছাত্ররা একদিন বিশ্বে নেতৃত্ব দেবে। মাদরাসার শিক্ষাকে খাটো করে দেখার সময় শেষ।
তিনি গত বৃহস্পতিবার রাতে রাউজান উত্তরসর্তা গাউছিয়া হাফেজিয়া সিনিয়র মাদরাসায় ৪৮তম সালানা জলসায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন। এতে সভাপতিত্ব করবেন চিকদাইর ছুফিয়া নূরীয়া দরবারের পীর সাজ্জাদানশীন অ্যাড. মুহাম্মদ আবু বকর সিদ্দীকি। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শায়খুল হাদীস মুফতি ওবাইদুল হক নঈমী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদরাসা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ