Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সামনে বিপুল ভিড়, ভেতরে ফাঁকা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৪৭ এএম

কেন্দ্রের সামনে বিপুল ভিড়, ভেতর ফাঁকা। আটটি বুথে সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ২৪টি। এই দৃশ্য ঢাকা উত্তরের শেরেবাংলা নগরের লায়ন্স অগ্রগতি শিক্ষা নিকেতনের। এই কেন্দ্রে মোট ভোটার ৩০৬৪। কেন্দ্রের সামনে নৌকা, মিষ্টি কুমড়ার প্রতীকের ব্যাজ ঝুলিয়ে দাঁড়িয়ে আছেন কয়েক শ’ যুবক। এই কেন্দ্রের ৬ নম্বর বুথে ভোট পড়েছে মাত্র ১টি। ৮ নম্বর বুথে ৩টি। এই কেন্দ্রে নৌকাসহ বিভিন্ন প্রার্থীর এজেন্ট থাকলেও ধানের শীষের কোনো এজেন্ট পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, সকালে ধানের শীষের এজেন্ট ঢুকতে চাইলে আওয়ামী লীগের কর্মীরা তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।
প্রিজাইডিং অফিসার তারিকুল ইসলাম জানান, ধানের শীষের কোনো এজেন্ট আসেনি। তার কাছে কেউ কোনো অভিযোগও করেন নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিটি করপোরেশন নির্বাচন

২৯ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ