Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বোয়ালমারীতে জুয়ার টাকা জব্দ ও চার জুয়াড়ির দন্ড

বোয়ালমারী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গত শুক্রবার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জুয়ার টাকাসহ চার জুয়াড়িকে আটক করে দন্ড দিয়েছে।
আদালত সূত্রে জানা যায়, বোয়ালমারী ইউনিয়নের সৈয়দপুর বাজারের পূর্ব পাশে আব্দুল ওহাব বিশ্বাসের বাড়িতে একদল জুয়াড়ির টাকার বিনিময়ে জুয়া খেলার খবর পেয়ে নগদ ২৯ হাজার একশ’ দশ টাকাসহ ঘটনাস্থল থেকে চার ব্যক্তিকে আটক করা হয়।
এরপর অবৈধ জুয়া খেলার অভিযোগে জুয়া আইনে আটককৃত ওই ইউনিয়নের রামনগর গ্রামের ইদ্রিস ঠাকুরের ছেলে বাবলু ঠাকুর (৪০), সৈয়দপুর গ্রামের মো. ইব্রাহিম বিশ্বাসের ছেলে মো. আহাদুজ্জামান (৪৭), মৃত মো. পাচু শেখের ছেলে মো. নাসির শেখ (৪১) ও লাল মিয়ার ছেলে ইস্রাফিল মিয়া (২৭) প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ।
ইউএনও জানান, জুয়ার আসর থেকে জব্দ করা নগদ টাকা সরকারি কোষাগারে জমাসহ আটককৃতদের দন্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জুয়াড়ি

২২ ফেব্রুয়ারি, ২০২৩
৫ ফেব্রুয়ারি, ২০২২
২০ জানুয়ারি, ২০২২
৬ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ