Inqilab Logo

মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১, ১০ কার্তিক ১৪২৮, ১৮ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

বিএসএমএমইউতে করোনাভাইরাসে করণীয় নির্ধারণের লক্ষ্যে এসওপি প্রণয়ণে কমিটি গঠন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২০, ৮:৫৪ পিএম

করোনাভাইরাস বিষয়ে করণীয় নির্ধারণে সোমবার (৩ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. কনক কান্তি বড়–য়ার সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ সভা তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) প্রফেসর ডা. মো. শহীদুল্লাহ সিকদার, কোষাধ্যক্ষ ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ প্রফেসর ডা. মোহাম্মদ আতিকুর রহমান, মেডিসিন অনুষদে ডীন প্রফেসর ডা. জিলন মিঞা সরকার, রেজিস্ট্রার প্রফেসর ডা. এবিএম আব্দুল হান্নান, মাইক্রোবায়োলজি এন্ড ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. আহমেদ আবু সালেহ, ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. সাইফ উল্লাহ মুন্সী প্রমুখন। সভায় করোনা ভাইরাসের বিষয়ে করণীয় নির্ধারণের লক্ষ্যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর-এসওপি প্রণয়ণের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মেডিসিন অনুষদে ডীন প্রফেসর ডা. জিলন মিঞা সরকারকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেনÑ রেসপিরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. এ কে এম মোশাররফ হোসেন, ভাইরোলজি বিভাগের প্রফেসর আফজালুন নেছা, রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামীম আহমেদ, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফারিহা হাসিন। সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন পরিচালক (হাসপাতাল) ব্রিগে. জেনা. এ কে মাহবুবুল হক। ডা. কনক কান্তি বড়–য়া আগামী ৩ কর্মদিবসের মধ্যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর-এসওপিসহ প্রতিবেদন পেশ করার জন্য নির্দেশ দিয়েছেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএসএমএমইউ


আরও
আরও পড়ুন