Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

গান্ধীর আন্দোলন ছিল নাটক : হেগড়ে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

মহাত্মা গান্ধীর স্বাধীনতা আন্দোলনকে ‘নাটক’ বলে কটাক্ষ করে নতুন বিতর্ক তৈরি করলেন বিজেপি এমপি ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনন্তকুমার হেগড়ে। এর পাশাপাশি এই ধরনের মানুষকে কেন মহাত্মা বলা হয় সেই প্রশ্নও তোলেন তিনি। তার এই মন্তব্যের কথা প্রকাশ্যে আসতেই প্রবল বিতর্ক শুরু হয়েছে দেশের রাজনৈতিক মহলে। ঘটনাটির স‚ত্রপাত হয় গত শনিবার। বেঙ্গালুরুর একটি জনসভায় বক্তব্য রাখছিলেন কর্ণাটকের উত্তর কানাডার বিজেপি এমপি অনন্তকুমার হেগড়ে। সেইসময়ই মহাত্মা গান্ধীকে তীব্র আক্রমণ করে দেশের স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকাকে নাটক বলে কটাক্ষ করেন। বলেন, ‘গান্ধীজি তার জীবনে স্বাধীনতা আন্দোলনের জন্য যে যে কর্মস‚চি নিয়েছিলেন। তার সবই ব্রিটিশদের জানিয়ে ও তাদের সমর্থনে বাস্তবায়িত করেছিলেন। আর তার জন্যই এই ধরনের তথাকথিত নেতাদের পুলিশ একবারও মারধর করেনি। আসলে এদের স্বাধীনতা আন্দোলন হল বিশাল বড় একটা ‘নাটক’। সবটাই ব্রিটিশদের দ্বারা অনুমোদিত। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ