Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ডায়াবেটিস ও হাইপারগ্লাইসেমিয়া

| প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

ডায়াবেটিস এখন আমাদের অতি পরিচিত অসুখ। এখন প্রায় প্রতি ঘরে ডায়াবেটিসের রোগী। ডায়াবেটিস হলে রক্তেগ্লুকোজের পরিমাণ বেড়ে যায় । ডায়াবেটিস হলে আরও বিভিন্ন সমস্যা দেখা দেয়। সারা শরীরেই সমস্যা হতে পারে ডায়াবেটিসে। যদি কোনো ডায়াবেটিস রোগীর রক্তের গ্লুকোজ অনেক বেশি থাকে তাহলে তাকে হাইপারগ্লাইসেমিয়া বলা হয়ে থাকে। ডায়াবেটিস রোগীর রক্তের গ্লুকোজ বিভিন্ন কারণে কমেও যেতে পারে। এই অবস্থাকে হাহাইপারগ্লাইসেমিয়া বলে। হাইপারগ্লাইসেমিয়া হাইপারগ্লাইসেমিয়ার চেয়ে বেশি বিপদজনক। হাইপারগ্লাইসেমিয়া হলে এর বিভিন্ন লক্ষণ দেখা যায় । তবে সবার আবার একই রকম লক্ষণ থাকেনা। তবে যেসব লক্ষণ সাধারণত দেখা যায় তার মধ্যে আছেঃ

১। ঘন মূত্রত্যাগ। রোগী বারবার প্রস্রাব করতে থাকে ২। বমিভাব, বমি ৩। পানির তৃষ্ণা বৃদ্ধি পায় ৪। ঝাপসা দৃষ্টি ৫। মাথাঘোরা ৬। মাথাব্যথা ৭। অবসাদ ৮। অস্বস্তি ইত্যাদি
হঠাৎ হাইপারগ্লাইসেমিয়া হলে দ্রুত চিকিৎসা করতে হবে। নাহলে জীবন নাশের সম্ভাবনা থাকে। আবার দীর্ঘদিন যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে তবে নানারকম শারীরিক জটিলতা দেখা দিতে পারে। চিকিৎসা না করলে হাইপারগ্লাইসেমিয়া রোগ থেকে যেসব সমস্যা দেখা দিতে পারে তার মধ্যে আছে:
১। হৃদরোগের সমস্যা ২। মস্তিস্কের ও ¯স্নায়ু বিভিন্ন জটিলতা ৩। কিডনি বিকল ৪। চোখের রেটিনার সমস্যা ৫। চোখের ছানি ৬। দাঁতের সমস্যা ৭। মাড়ির সমস্যা ৮। বিভিন্ন চর্মরোগ ৯। যৌন সমস্যা ইত্যাদি
ডায়াবেটিসের চিকিৎসা প্রতিদিন করতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ কোনভাবেই বাদ দেয়া যাবেনা। অনেক সময় রোগী নিজে নিজে ওষুধ সমন্বয় করেন। এই কাজ করা কখনই ঠিক নয়। আবার অনেকে নিয়মিত চিকিৎসকের কাছে যান না। এর ফলে এই ধরণের সমস্যা বেশি হয়। ডায়াবেটিসের ওষুধ (খাবার ওষুধ বা ইনসুলিন) গ্রহণ হঠাৎ বন্ধ করে দেয়া কখনই ঠিক নয়। শর্করা জাতীয় খাবার গ্রহণে ডায়াবেটিস রোগীদের সতর্ক হওয়া উচিত। কিছু কিছু ওষুধ যেমন- স্টেরয়েড জাতীয় ওষুধ খেলে ডায়াবেটিস বেড়ে যায়। চিকিৎসকের পরামর্শ ছাড়া তাই এসব ওষুধ খাওয়া যাবেনা।

ডাঃ মোঃ ফজলুল কবির পাভেল
মেডিসিন বিভাগ,
পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডায়াবেটিস


আরও
আরও পড়ুন