ডিএনসিসির ১০ গাড়িচালকের নিয়োগ বাতিল
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১০ গাড়ি চালকের নিয়োগ বাতিল করা হয়েছে। অস্থায়ী ভিত্তিতে ভারী গাড়ি চালক (শিক্ষানবিশ) হিসেবে নিয়োগ করা ১০ জন গাড়িচালকের তথ্যগত
স্টাফ রিপোর্টার : গুলশানের হোটেলের বর্বরোচিত হামলা জাতীয় ঐক্য, সংলাপ ও একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনকে অনিবার্য করে তুলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে জেএসডি নেতা বলেন, গুলশান কূটনৈতিক পাড়ার মত নিরাপত্তা প্রহরাধীন এলাকার একটি হোটেলে দেশি-বিদেশি লোকদের জিম্মি ও হত্যা করার মত বর্বরোচিত ঘটনা দেশে রাজনৈতিক প্রতিহিংসা ভুলে জাতীয় সংলাপ, ঐক্য, জনগণের ভোটাধিকার এবং একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন অনিবার্য করে তুলেছে।
আ স ম রব বলেন, জঙ্গিদের দ্বারা যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক ও যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। যারা জিম্মিকারীদের অপচেষ্টাকে সম্পূর্ণ প্রতিহত করে দিতে নির্ভীক ভুমিকা পালন করেছেন সেই সকল কমান্ডোবাহিনীর সদস্যসহ এ অভিযানে অংশগ্রহণকারী সকল বাহিনীর সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
তিনি বলেন, দেশে জঙ্গিবাদ নেই, আইএস নেই- এ ধরনের বক্তব্য থেকে বিরত হয়ে জঙ্গিবাদ বিরোধী জাতীয় সংলাপ অনুষ্ঠান ও ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।