Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

করোনাভাইরাস; মৃতের সংখ্যা বেড়ে ৬৩৬

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২০, ১:৫৩ পিএম

চীনে করোনাভাইরাসে শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩৬ জন, আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের বেশী। সরকারিভাবে একথা জানানো হয়েছে।

এই ভাইরাসের মহামারিতে নতুন আরো ৭৩ জনের মৃত্যু হয়েছে, জাতীয় স্বাস্থ্য কমিশন প্রতিদিনের নতুন আপডেটে এ সংখ্যার উল্লেখ করেছে। এতে ৩ হাজার ১৪৩ জন নতুন আক্রান্ত রোগী সনাক্তের খবর নিশ্চিত করা হয়েছে।

সবচেয়ে বেশি আক্রান্ত মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে গত ২৪ ঘন্টায় ৬৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আক্রান্তদের মধ্যে ৪ হাজার ৮০০ জনের অবস্থা গুরুতর।

ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চীন কর্তৃপক্ষ লোকদের বাড়িতে থাকতে বললেও আক্রান্তের সংখ্যা বাড়ছেই। হাসপাতালে রোগী বেড়ে যাওয়ায় তাদের চিকিৎসা দিতে হাসপাতালগুলোকে চরম সংকট মোকাবেলা করতে হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ