Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভয়ঙ্কর গর্গকে ফেরালেন রকিবুল

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : বাংলাদেশ-ভারত ফাইনাল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২০, ৪:৩৩ পিএম

ক্রিজে যাওয়ার পর থেকে রানের জন্য ছটফট করছিলেন প্রিয়ম গার্গ। ভারত অধিনায়ককে বেশিক্ষণ টিকতে দেননি রকিবুল হাসান।

বাঁহাতি স্পিনারের অফ স্টাম্পের বাইরের বলে আলগা শটে কাভারে তানজিম হাসানের হাতে ধরা পড়েন গার্গ। ৯ বলে ফিরেন ৭ রান করে।

৩২ ওভারে ভারতের স্কোর ১১৪/৩। ক্রিজে যাশাসবি জয়সাওয়ালের সঙ্গী ধ্রুব জুরেল।

আক্রমণে ফিরে জুটি ভাঙলেন তানজিম

জুটি ভাঙার জন্য মরিয়া ছিলেন আকবর আলী। একের পর এক বোলার পাল্টাচ্ছিলেন বাংলাদেশ অধিনায়ক। অবশেষে মিলল সাফল্য। নতুন স্পেলে ফিরে জুটি ভাঙলেন তানজিম হাসান। ফিরিয়ে দিলেন তিলক ভার্মাকে।

অফ স্টাম্পের বল ছক্কায় ওড়াতে চেয়েছিলেন তিলক। পার করতে পারেননি শরিফুল ইসলামকে। সীমানায় চমৎকার এক ক্যাচ নিয়েছেন দীর্ঘদেহী এই পেসার। ভাঙে ৯৪ রানের জুটি।

তিন চারে ৬৫ বলে ৩৮ রান করেন তিলক। ক্রিজে যাশাসবি জয়সাওয়ালের সঙ্গী অধিনায়ক প্রিয়ম গার্গ। ৩০ ওভারে ভারতের স্কোর ১০৭/২।

অভিষেকের আঘাতে ভারতকে চেপে ধরেছে বাংলাদেশ

শুরু থেকেই আঁটসাঁট বোলিংয়ে ভারতকে অস্বস্তিতে ফেললেন সাকিব-অভিষেকরা। দেরীতে হলেও তার ফল পেতে শুরু করেছে বাংলাদেশ।

ভারতের প্রথম উইকেট তুলে নিজেদের চাপ অব্যহত রেখেছে টাইগার যুবারা। দারুণ বোলিং করে বাংলাদেশ প্রথম সাফল্য পেল সপ্তম ওভারে। সেমিফাইনালে সেঞ্চুরি করা দিব্যানশ সাক্সেনাকে ফিরিয়ে দিলেন অভিষেক দাস।

১৭ বলে ২ রান করেন সাক্সেনা। ৭ ওভার শেষে ভারতের স্কোর ৯/১। যাশাসবী জসওয়ালের সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন তিলক ভার্মা।

আঁটসাঁট বোলিংয়ে চাপে ভারত

দারুণ বোলিং করলেও পাওয়ার প্লেতে কেবল একটি উইকেট নিতে পেরেছে টাইগার যুবারা।

প্রথম ১০ ওভারে ৪৯টি ডট বল খেলা ভারত করেছে ১ উইকেটে ২৩ রান। ৩৫ বলে ১৪ রানে ব্যাট করছেন যাশাসবী জয়সাওয়াল। ২ রানে খেলছেন তিলক ভার্মা।

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

যুব বিশ্বকাপের ফাইনাল টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলি।

বাংলাদেশের সামনে ইতিহাসের হাতছানি

প্রথম শিরোপা জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে পা রাখা বাংলাদেশ লক্ষ্য পূরণ থেকে কেবল এক ধাপ দূরে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে প্রথমবার, প্রতিপক্ষ শক্তিশালী ভারত। আছে উত্তেজনা ও স্নায়ুচাপ। সে সবকে দূরে রেখে আর আট-দশটা সাধারণ ম্যাচের মতো শিরোপা নির্ধারণী ম্যাচটি খেলে জিততে চায় আকবর আলির দল।

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ফাইনাল শুরু হয় বাংলাদেশ সময় দুপুর দুইটায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ