Inqilab Logo

বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২, ২৭ শ্রাবণ ১৪২৯, ১২ মুহাররম ১৪৪৪
শিরোনাম

ফের অগ্নিগর্ভ কাশ্মীর ভারতীয় সেনা নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

ভারতীয় কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি ও মর্টার শেল ছুঁড়েছে পাকিস্তানি বাহিনী। এতে ফের অগ্নিগর্ভ হয়ে উঠেছে জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার দেগওয়ার সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানি বাহিনী। পাকিস্তানের সেনাবাহিনীর গুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ভারতীয় সেনাবাহিনী স‚ত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, নিয়ন্ত্রণরেখায় বিনা প্ররোচনায় গুলি চালাতে শুরু করে পাকিস্তানের সেনারা। ছোট আগ্নেয়াস্ত্র থেকে এলোপাথাড়ি গুলি চালানোর পাশাপাশি শেল ছোঁড়া হয়। পাকিস্তানের আক্রমণে মোট ৪ জন জওয়ান আহত হন। চিকিৎসাধীন অবস্থায় এক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। জানা গেছে, নিহত জওয়ান ফরওয়ার্ড পোস্টে মোতায়েন ছিলেন। এদিকে, ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকেও এই আক্রমণের যোগ্য জবাব দেওয়া হয়েছে। ভারতের পাল্টা আঘাতে প্রতিপক্ষের ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত নিয়ন্ত্রণরেখায় ভারত ও পাকিস্তানের মধ্যে গোলাগুলি চলছিল। এনডিটিভি।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতীয় সেনা

১০ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ