Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

শুভাগতর সেঞ্চুরিতে জয় দেখছে মধ্যাঞ্চল

মেহেদির ৫ উইকেট পিনাকের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

এক প্রান্তে ব্যাটসম্যানদের আসা যাওয়া চললেও অপর প্রান্ত আগলে দারুণ এক সেঞ্চুরি তুলে নিলেন শুভাগত হোম। তাতেই দলের লিড হলো বড়। উত্তরাঞ্চলকে চতুর্থ ইনিংসে ৩২৯ রানের বিশাল চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় মধ্যাঞ্চল। আর তৃতীয় দিনেই পাঁচ উইকেট তুলে নিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) প্রথম জয় দেখছে দলটি। এখনও ১৭৪ রানে পিছিয়ে আছে উত্তরাঞ্চল।

গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের ৫ উইকেটে ১৮৭ রান নিয়ে ব্যাট করতে নামা দলটির শুরুটা ছিল দারুণ। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান শুভাগত ও যাকে আলী ৬৮ রানের জুটি গড়েন। যদিও এ জুটি ভাঙতেই দ্রæত আরও একটি উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় দলটি। তবে এক প্রান্ত আগলে ধরে লিড বড় করার দায়িত্বে নামেন শুভাগত।

অষ্টম উইকেটে আরাফাত সানির সঙ্গে ৪০ রানের জুটি গড়ার পর ফের জোড়া উইকেট হারায় তারা। তবে দশম উইকেট জুটিতে মোস্তাফিজুর রহমানকে নিয়ে ৩২ রানের জুটি তোলেন শুভাগত। জুটির সব রানই আসে শুভাগতর ব্যাট থেকে। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ৩২৫ রান তোলে মধ্যাঞ্চল। লিড দাঁড়ায় ৩২৯ রানে। প্রথম শ্রেণীর ম্যাচে নিজের দ্বাদশ সেঞ্চুরি তুলে নিয়ে দলের পক্ষে সর্বোচ্চ ১২২ রানের ইনিংস খেলেন শুভাগত। ১৬১ বলে ১৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে নিজের ইনিংস সাজান তিনি। উত্তরাঞ্চলের পক্ষে ৭৭ রানের খরচায় ৪টি উইকেট নিয়েছেন সালাহউদ্দিন শাকিল। ২টি উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ।

৩৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় উত্তরাঞ্চল। দলীয় ১৯ রানেই দুই ওপেনারকে হারায় তারা। তবে তৃতীয় উইকেটে অধিনায়ক নাঈম ইসলামকে নিয়ে ৬৪ রানের জুটি গড়ে প্রাথমিক চাপ সামলে নেওয়ার চেষ্টা করেন তানবির হায়দার।

এরপর জাতীয় দলের ব্যাটসম্যান মুশফিকুর রহিমের সঙ্গে ৫৮ রানের আরও একটি জুটি গড়েন তানবির। তবে মুশফিক আউট হয়ে গেলে বড় চাপে পরে যায় দলটি। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছে দলের সেরা এ তারকা। এরপর স্কোরবোর্ডে ৪ রান যোগ হতে ফিরে যান আরিফুল হকও। ফলে তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৫৬ রান তুলেছে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন তানবির। ১১৯ বলে ৬টি চারের সাহায্যে এ রান করেন তিনি। ৩৮ রান আসে মুশফিকের ব্যাট থেকে। মধ্যাঞ্চলের পক্ষে ৪৮ রানের খরচায় ৩টি উইকেট তুলে নিয়েছেন শহিদুল ইসলাম।

এদিকে, ম্যাচের তৃতীয় দিনে এসে কক্সবাজারে জ্বলে উঠতে শুরু করেছেন বোলাররা। প্রতিপক্ষকে দ্রæত গুটিয়ে দিতে পাঁচ উইকেট নিলেন মেহেদি হাসান। প্রথম ইনিংসে সুযোগ হাতছাড়া করা পিনাক ঘোষ এবার করলেন সেঞ্চুরি। তিন অঙ্ক ছোঁয়ার অপেক্ষায় আছেন আফিফ হোসেনও। দক্ষিণাঞ্চলের বিপক্ষে ফলোঅনে পড়ে লড়ছে প‚র্বাঞ্চল। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে প‚র্বাঞ্চলের সংগ্রহ ৫ উইকেটে ৩২৩ রান। ৫ উইকেট হাতে নিয়ে ১৪৭ রানে এগিয়ে আছে তারা। ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৯৬ রানের জুটিতে আফিফ ৯৩ ও জাকির হাসান ২৮ রানে খেলছেন। পিনাক করেন ১২১ রান।

শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে প্রথম ইনিংসে ৫ উইকেটে ২৭০ রান নিয়ে দিন শুরু করেছিল প‚র্বাঞ্চল।
সংক্ষিপ্ত স্কোর (৩য় দিন শেষে)
উত্তরাঞ্চল-মধ্যাঞ্চল, সিলেট
মধ্যাঞ্চল : ১৭০ ও ২য় ইনিংস : ৮৯.১ ওভারে ৩২৫ (আগের দিন ১৮৭/৫) (নাঈম ০, মার্শাল ১১, রকিবুল ২৭, মজিদ ৬৯, তাইবুর ৪৭, শুভাগত ১২২, জাকের ২২, সানি ১৩; তাসকিন ২/৮১, শাকিল ৪/৭৭, সুমন ৩/৪৩, আরিফুল ১/৪০)। উত্তরাঞ্চল : ১৬৬ ও ২য় ইনিংস : (লক্ষ্য ৩৩০) ৫০ ওভারে ১৫৬/৫ (রনি ১০, জুনায়েদ ৯, তানবির ৫৪*, নাঈম ২৯, মুশফিক ৩৮, আরিফুল ৩, মাহিদুল ৫*; মুকিদুল ১/২৪, শহিদুল ৩/৪৮, মুস্তাফিজ ০/২৫, সানি ০/২৮, শুভাগত ১/২৩)।

দক্ষিণাঞ্চল-প‚র্বাঞ্চল, কক্সবাজার
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস : ৪৮২। প‚র্বাঞ্চল ১ম ইনিংস : (আগের দিন ২৭০/৫) ৯৫.২ ওভারে ৩০৬ (পিনাক ৮০, আশরাফুল ৭১, ইয়াসির ৪৪, ইমরুল ২৮, আফিফ ১৫, নাসির ২৮, জাকির ২৫; ফরহাদ ১/৩২, রাজ্জাক ৩/১০৭, মেহেদি ৫/১০২, কামরুল ১/২২)। ও ২য় ইনিংস : (ফলোঅন) ৭০ ওভারে ৩২৩/৫ (পিনাক ১২১, আশরাফুল ২৮, ইমরুল ১৬, নাসির ২২, আফিফ ৯৩*, জাকির ২৮*; মেহেদি ১/৭১, রাজ্জাক ১/১১১, ফরহাদ ০/৭, কামরুল ১/২৭, আল আমিন ০/৮, শামসুর ০/১১)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেঞ্চুরি

২৫ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ