কোপেনহেগেনে শপিং মলে গুলি, একাধিক নিহত

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি শপিং মলে গুলিবর্ষণে বেশ কয়েকজন হতাহত হয়েছে। অন্তত তিনজন নিহত হয়েছে
মিশরের উত্তর সিনাই প্রদেশের একটি সামরিক চৌকিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে সাত সেনাসহ ১৭ জন নিহত হয়েছেন। গতকাল রোববার দেশটির সেনাবাহিনী এ কথা জানিয়েছে। খবর বার্তাসংস্থা সিনহুয়া।
এক বিবৃতিতে মিশরীয় সেনাবাহিনীর মুখপাত্র তামের আল-রেফাই জানান, সশস্ত্র বাহিনীর সদস্যরা উত্তর সিনাইয়ের একটি সেনা চৌকিতে সন্ত্রাসী হামলা বানচাল করতে পেরেছে। সন্ত্রাসীদের হামলায় দুই অফিসারসহ সাত সেনা নিহত ও আরো কয়েকজন আহত হয়। পরে সেনাবাহিনীর অভিযানে ১০ সন্ত্রাসী নিহত হয়।
সেনা মুখপাত্র আরো জানান, ঘটনার সময় সন্ত্রাসীদের ব্যবহৃত একটি ৪ চাকার যানবাহন ধ্বংস হয়েছে। সেনাবাহিনী ঘটনাস্থলে সন্ত্রাসীদের সন্ধানে অভিযান শুরু করেছে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।