সুন্দরগঞ্জে প্রতিপক্ষের হামলায় শিক্ষানবীশ আইনজীবীসহ ৬ জন আহত

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি জবর-দখল করার সময় বাধা দেয়ায় প্রতিপক্ষের হামলায় শিক্ষানবীশ আইনজীবী স্ত্রী- মা ভাই
টাঙ্গাইলের ভূঞাপুরে শ্বশুর বাড়িতে জাহাঙ্গীর (৩৮) নামে এক ব্যক্তি ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সে গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের উড়িয়াবাড়ী গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতের কোনো এক সময়ে সে আত্মহত্যা করেছে। ওই ব্যক্তি তার শ্বশুর বাড়ি ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর চর এলাকায় শ্বশুর হায়দার আলীর বাড়িতে বসবাস করে আসছিল। সকালে আত্মহত্যার খবর পেয়ে বাড়ির উত্তর পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়।
এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে একটি অপমূত্য মামলা দায়ের হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।