Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

গাঁজায় একদিনে ৩.২ মিলিয়ন ডলার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

যুক্তরাষ্ট্রের ইলিনয়েস রাজ্যে প্রাপ্ত বয়স্কদের জন্য বৈধ করা হয়েছে গাঁজা। আর গত ২৮ জানুয়ারি গাঁজা বৈধতা দেয়ার পরই সেখানে একদিনে বিক্রি হয়েছে প্রায় ৩.২ মিলিয়ন ডলার বা ২৫৬ কোটি ৭০ লাখ টাকার গাঁজা। যা একদিনে গাঁজা বিক্রির আয়ের সকল রেকর্ডকে ছাড়িয়েছে। এর আগে ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে বৈধ করার পর প্রথম দিনে ১ মিলিয়ন ডলার গাঁজা বিক্রি করা হয়েছিল। জানা গেছে, গাঁজা বৈধতা পাওয়ার প্রথম দিনেই ইলিনয়েসের দোকানগুলোতে দীর্ঘ সাড়ি দেখা যায় এবং প্রায় ৭৭ হাজার বার লেনদেন করা হয়েছে। তবে এই আয় থেকে সরকার কি পরিমাণ রাজস্ব আদায় করেছে সেটি এখনো জানা যায়নি। ইলিনয়েস রাজ্য কর্তৃপক্ষ গাঁজা থেকে ১০ থেকে ২৫ শতাংশ হারে রাজস্ব আদায় করতে পারে। যুক্তরাষ্ট্রের ইলিনয়েস ১১তম রাজ্য হিসেবে প্রাপ্ত বয়স্কদের জন্য গাঁজা বিক্রির বৈধতা পেল। কিন্তু যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার এখনো গাঁজাকে অবৈধ বলে মনে করে। ১৯৯৬ সালে ক্যালিফোর্নিয়ায় প্রথমবারের মতো চিকিৎসা বা ওষুধ হিসেবে ব্যবহারের জন্য গাঁজা ব্যবহার বৈধ করা হয়েছিল। হাফিংটন পোস্ট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাঁজা

২২ জানুয়ারি, ২০২২
২২ জানুয়ারি, ২০২২
আমার এক নিকটাত্মীয় মদ-গাঁজা সেবন করত। স্বামী-স্ত্রী প্রায় সময়মই ঝগড়া হতো, স্বামী তার স্ত্রীর গায়ে অনেক সময় হাত তুলত। স্ত্রীও খুব বেশী একটা ছাড় দিত না। আবার স্ত্রীর বিরুদ্ধে অন্য পুরুষের সাথে দীর্ঘ দিন রাতে-বিরাতে গোপন ফোনালাপের অভিযোগ ছিল। তাদের দুই ছেলে আছে। স্বামী তার স্ত্রীর নামে ব্যাংক একাউন্টে ১৫-১৮ লাখ টাকার সম্পদ রেখেছিল। স্ত্রী বাপের বাড়ি গিয়ে সেগুলো হাত করে নেয় এবং নেশাখোর স্বামীর সংসার করবেনা বলে জানায়। এ অবস্থায় কয়েকটি ব্যর্থ আলোচনা বা বৈঠক হয়। প্রায় এক বছরের বেশী সময় পর স্ত্রী ওই স্বামীকে এক উকিলের মাধ্যমে ডাকযোগে ডিভোর্সলেটার পাঠায়। স্বামী বলে সে ওই লেটার রিসিভ ও সাইন করেনি। এর প্রায় এক বছর পর তার স্ত্রী ওই গোপন ফোনালাপের অভিযুক্ত ব্যক্তিকেই বিয়ে করে। প্রশ্ন হলো স্ত্রীর এ তালাক ও পরবর্তী বিয়ে ইসলামের বিধান মতে সঠিক ভাবে হয়েছে কি না? আর না হলে এখন করনীয় কি?
১১ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ