Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভালোবাসা দিবস উপলক্ষে চ্যানেল আই’র আয়োজন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

ভালোবাসা দিবসে চ্যানেল আই প্রচার করবে তিন দিনব্যাপি বিশেষ অনুষ্ঠানমালা। এর মধ্যে প্রতিদিনের সরাসরি গানের অনুষ্ঠানে রবীন্দ্রনাথের ভালবাসার গান পরিবেশন করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারার শিল্পীরা। স্টুডিও থেকে অনুষ্ঠানটির প্রচার শুরু হবে ১৪ ফেব্রুয়ারি সকাল ৭.৩০ মিনিটে। পরিাচলনা করবেন মোস্তাফিজুর রহমান নান্টু। বেলা ১২.৩৫ মিনিটে প্রচার হবে ‘তারকাকথন’ সরাসির। বিকেল ০২:৩৫ মিনিটে দেখানো হবে বিশেষ টেলিছবি ‘বর্ণ পরিচয়’। এর চিত্রনাট্য করেছেন আওরঙ্গজেব এবং পরিচালনা করেছেন তুহিন হোসেন। নাঈম, জেসিয়া জুটির এ টেলিছবিতে আরো অভিনয় করেছেন মিলি বাশার, ফরহাদ মিলন, আশরাফুল আশিষ প্রমুখ। ৭:৫০ মিনিটে প্রচার হবে ‘মা ভার্সেস বৌ’ নামের একটি বিশেষ অনুষ্ঠান। পরিচালনায় তানিয়া রহমান অংশু এবং রাত ৮:৩০ মিনিটে রয়েছে ‘টু দ্যা পয়েন্ট’ এর বিশেষ পর্ব। ওইদিন সকাল ১১:৩০ মিনিন ও সন্ধ্যা ০৬.৪৫ মিনিটে বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি দেখানো হবে আইএফআইসি ব্যাংক বইমেলা। ১৫ ফেব্রুয়ারি রাত ৭.৪৫ মিনিটে দেখানো হবে ভালোবাসা দিবস উপলক্ষে টেলিছবি ‘অবুঝ দিনের গল্প-২’। তানজিন তিশা এবং অপূর্ব জুটির এ চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শিহাব শাহিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভালোবাসা

২৫ মার্চ, ২০২২
২২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ