Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইরানি অস্ত্র আটকের দাবি যুক্তরাষ্ট্রের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

আরব সাগর থেকে ১৫০টি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ভ‚মি থেকে আকাশে নিক্ষেপযোগ্য তিনটি ক্ষেপণাস্ত্রসহ বেশ কিছু অস্ত্র জব্দের দাবি করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, পাল তোলা নৌকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র জব্দ করে নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। এসব অস্ত্রের নকশা ও উৎপাদন ইরানের বলে ধারণার কথা জানিয়েছে তারা। তবে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি তেহরান। জাতিসংঘে গৃহীত এক প্রস্তাব অনুযায়ী নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া নিজ দেশের বাইরে অস্ত্র সরবরাহ, বিক্রি বা স্থানান্তর করতে পারে না ইরান। গত বছর মার্কিন যুদ্ধজাহাজ ফরেস্ট শারম্যান অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ জব্দের পর সেগুলো ইরান সংশ্লিষ্ট বলে দাবি করে। গত বছরের নভেম্বরে আরব সাগরে একটি নৌকা থেকে সেগুলো জব্দ করা হয়। বৃহস্পতিবার মার্কিন সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, নতুন জব্দ করা অস্ত্রের সঙ্গে গত বছরের নভেম্বরে পাওয়া অস্ত্রের মিল রয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, গত রবিবার রাতে আরব সাগরে একটি নৌকায় অভিযান চালায় মার্কিন যুদ্ধজাহাজ নরম্যান্ডি। সেখান থেকে জব্দ করা অস্ত্রের মধ্যে রয়েছে ১৫০টি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র (এটিজিএম) দেহলভি। এগুলো রাশিয়ার কর্নেট এটিজিএম-এর ইরানি সংস্করণ। এছাড়া জব্দ করা অন্যান্য অস্ত্র ও সরঞ্জামগুলোর নকশা এবং উৎপাদনও ইরানের। এগুলোর মধ্যে রয়েছে ভ‚মি থেকে আকাশে নিক্ষেপযোগ্য তিনটি ইরানি ক্ষেপণাস্ত্র। গত কয়েক বছরে বেশ কয়েকবার মার্কিন যুদ্ধজাহাজ অস্ত্র জব্দের পর দাবি করেছে সেগুলো ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কাছে পাঠানোর চেষ্টা করেছে তেহরান। জাতিসংঘের এক প্রস্তাব অনুযায়ী হুথি বিদ্রোহীদের কাছে অস্ত্র সরবরাহ নিষিদ্ধ করে রেখেছে ইয়েমেন।সিএনএন, রয়টার্স।



 

Show all comments
  • মোঃ তোফায়েল হোসেন ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ২:০৮ এএম says : 0
    সামান্য কিছু অস্ত্র জব্দ করে এত বড় কিছু করে ফেলেনি।
    Total Reply(0) Reply
  • সাকা চৌধুরী ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ২:০৯ এএম says : 0
    আমেরিকা দাবি করলেই তো হবে না, ইরানের বক্তব্য শুনতে হবে আগে।
    Total Reply(0) Reply
  • চাদের আলো ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ২:১০ এএম says : 0
    ভেরি ব্যাড নিউজ ফর ইরান্
    Total Reply(0) Reply
  • কাজী হাফিজ ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ২:১০ এএম says : 0
    েএতে তেমন কোনো সমস্যা হবে না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ