Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিটি ব্যাংকের নতুন ডিএমডি নূরুল্লাহ চৌধুরী

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ৬:২৭ পিএম

সিটি ব্যাংক সম্প্রতি নূরুল্লাহ চৌধুরীকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি প্রদান করেছে। তিনি একই ব্যাংকের সিনিয়র এক্সিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ক্লাস্টার হেড (আরএমজি ও টেক্সটাইল) হিসেবে কর্মরত ছিলেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নূরুল্লাহ চৌধুরী ২০০৮ সালে কর্পোরেট ব্যাংকিংয়ের ইউনিট হেড হিসেবে সিটি ব্যাংকে যোগদান করেন। ব্যাংকিং সেক্টরে প্রায় দুই যুগের অভিজ্ঞতাসম্পন্ন এই ব্যাংকার এর আগে শামিল ব্যাংক অব বাহরাইন এবং ব্যাংক অব আল ফালাহ-য় কর্পোরেট ব্যাংকিংসহ বিভিন্ন বিভাগের দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি সিটি ব্যাংকের পোশাক শিল্পখাতে ঋণ প্রবাহে উল্লেখযোগ্য অবদান রাখেন। নূরুল্লাহ চৌধুরী যুক্তরাষ্ট্র থেকে ফিন্যান্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিটি ব্যাংক

১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
৭ জুলাই, ২০২২
২৮ জুন, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ