কামরাঙ্গীরচরে উচ্ছেদ অভিযান ভাঙা হলো ৫ তলা বাড়ি

ঢাকার কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গা নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে পাঁচতলা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ওই
রংপুরের পীরগাছায় ট্রেনে কাটা পড়ে গীতা রাণী (৫২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার দেবী চৌধুরাণী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গীতা রাণী উপজেলার কান্দি ইউনিয়নের চাপড়া গ্রামের সুধা রঞ্জনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গীতা রাণী রেল লাইন ধরে হেঁটে যাচ্ছিলেন। এ সময় দিনাজপুর থেকে সান্তাহারগামী দোলনচাপা এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০ টার দিকে দেবী চৌধুরাণী রেলওয়ে স্টেশন অতিক্রম করে। ওই ট্রেনের নিচে কাটা পড়ে গীতা রাণী ঘটনাস্থলেই মারা যান।
বোনারপাড়া জিআরপি থানার এসআই মাঈদুল ইসলাম বলেন, গীতা রাণী মানসিক ভারসাম্যহীন ছিল। লাশ সুরতহাল রিপোর্ট করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।