Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘জনগণের সম্পদ আত্মসাতকারীদের শান্তিতে ঘুমাতে দেয়া হবে না’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১:৪৯ পিএম

যারা ট্যাক্স দেয় না, জনগণের সম্পদ আত্মসাৎ করে তাদের শান্তিতে ঘুমাতে দেয়া হবে না বলে মন্তব্য করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ১৬ কোটি মানুষের মধ্যে মাত্র ২০ লাখ মানুষ ট্যাক্স দেন। এর মতো লজ্জার কিছু নাই।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীতে বিসিএস (কর) একাডেমি আয়োজিত দুনীতি দমন কমিশনের কর্মকর্তাগণের ‘আয়কর আইন ও বিধানাবলী সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ কোর্স’ ও উপকর কমিশনারগণের রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘যাদের কাছে অবৈধ সম্পদ আছে সন্দেহ হবে, প্রয়োজনে ঘরে গিয়ে তল্লাশি চালানো হবে।’

তিনি আরো বলেন, আমি জানি না কর কর্মকর্তাদের কেন গ্রেপ্তার করার ক্ষমতা নেই। বর্তমান আইন অবশ্যই পরিবর্তন হওয়া উচিত। কর কর্মকর্তাদের সিজ ও গ্রেপ্তার করার ক্ষমতা থাকা উচিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুদক চেয়ারম্যান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ