Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বেতন-ভাতার দাবিতে পাঁচ পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ

প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাসের দাবিতে সাভারে পাঁচটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। গতকাল সোমবার সকাল থেকে সাভার পৌর এলাকার ডগরমমোড়া মহল্লার জালাল আহম্মেদ নিট কম্পোজিট লিমিটেড, উলাইল মহল্লার প্রতীক এ্যাপারেলস লিমিটেড, রাজাশন মহল্লার মারহাবা টেক্সটাইলস লিমিটেড, ছায়াবিথী মহল্লার পিয়াসা গার্মেন্ট লিমিটেড ও সাভার সদর ইউনিয়নের কলমার জিনজিরা এলাকার সিপিএম গার্মেন্টে এ অসন্তোষ দেখা দেয়। শিল্প পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মুকুল মোহন কু- শ্রমিকদের বরাত দিয়ে জানান, মে-জুন মাসের বেতন-ভাতা ও ঈদ বোনাসের দাবিতে সকাল থেকে পাঁচটি পোশাক কারখানার শ্রমিকরা কারখানার ভিতরে বিক্ষোভ করছে। তিনি বলেন, মালিক পক্ষের সাথে আলোচনা করে বকেয়া পরিশোধের চেষ্টা চলছে। ঈদকে সামনে রেখে বকেয়া বেতন ও ঈদ বোনাস না পাওয়ায় ওই পাঁচটি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিকের বাড়ি ফিরে পরিবারের সাথে ঈদ করা অনিশ্চিত হয়ে পড়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেতন-ভাতার দাবিতে পাঁচ পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ