Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সৈয়দপুরের বিউটি পার্লারে বাড়ছে ভিড়

প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

নজির হোসেন নজু, সৈয়দপুর (নীলফামারী) থেকে

সৈয়দপুরে ঈদ যতই ঘনিয়ে আসছে তরুণী ও গৃহিণীরা রূপচর্চার জন্য বিউটি পার্লারমুখী হচ্ছেন। উৎসবের দিনে নিজেদের মনের মতো করে সাজিয়ে তুলতে সৌন্দর্যপিপাসু তরুণী ও গৃহিণীরা ভিড় করছেন পার্লারগুলোতে। নীলফামারী জেলার বাণিজ্যিক উপজেলা শহর কিংবা শহরের উপকণ্ঠে গড়ে উঠেছে বিউটি পার্লার। যুগের হাল ফ্যাশনে নারী তার অঙ্গভূষণে এবং সাজসজ্জায় নানারকম বৈচিত্র্য এনেছে। ফলে এসব পার্লারের ব্যবসাও জমজমাটভাবে চলছে। একারণে রূপচর্চায় সুন্দর ও আকর্ষণীয় মুখ, চুল ও হাতে-পায়ের শোভবর্ধনে নারীরা বেছে নিয়েছেন বিউটি পার্লার। ঈদকে সামনে রেখে পার্লারগুলো নানারকম প্রসাধনী নিয়ে তাদের কাস্টমারদের মনোরঞ্জনে ব্যস্ত সময় পার করছেন। এদিকে তরুণী-গৃহিণীদের পাশাপাশি সাজ-সজ্জায় পিছিয়ে নেই ছেলেরাও। তারাও বিভিন্ন ধরনের হেয়ার কাটিং, চুল কালার ও ফেসিয়াল করতে ভিড় করছেন সেলুনগুলোতে। বর্তমানে বিউটি পার্লার ও সেলুনগুলোতে ঈদবাণিজ্য জমজমাট হয়ে উঠেছে। বিউটি পার্লারে নিত্যনতুনভাবে রমণীদের সাজাতে ভ্রু প্যাক, ভ্রু পেইন্ট, চুল কাটিং, মেহেদি লাগানোসহ বিভিন্ন ধরনের ফেসিয়াল কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন পার্লার পরিচালক ও বিউটিশিয়ানরা। পার্লার মালিকরা জানিয়েছেন, অন্য বছরের তুলনায় এবারের ঈদে ভ্রু প্যাক, ভ্রু পেইন্ট ও মেহেদির কাজ বেশি হচ্ছে। এছাড়া ফেসিয়াল ও হেয়ার স্টাইলের কাজও হচ্ছে অনেক। বর্তমানে পার্লারে কাজ করতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে তাদের। প্রতিটি কাজের জন্য আলাদা মূল্য নেয়া হচ্ছে। বিউটি পার্লারে সেবার তালিকায় রয়েছে ভ্রু প্যাক, আপার লিপ, ফুল ফ্রেম থ্রেডিং, মেকাপ পার্টি, রাহুল কাট, ফ্রন্ট লেয়ার, খোঁপা, রিং খোঁপা, কান ফোঁড়ানো, নাক ফোঁড়ানোসহ সৌন্দর্য বর্ধনে স্পেশাল ট্রিটমেন্ট ইত্যাদি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সৈয়দপুরের বিউটি পার্লারে বাড়ছে ভিড়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ