Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

চাঁদপুরে ৬ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ৪:১০ পিএম

সরকারি বিধান না মানায় ৪টি খাবার হোটেল ও দুটি স’মিলকে ৩৫ হাজার টাকা অর্থদ- করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে পৃথক দু’টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ফরিদগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা বেগম।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, অনুমোদনপত্র না থাকায় চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার ওয়ান স্টারকে ৫ হাজার টাকা, হোটেল মোহছেন আউলিয়াকে ৪ হাজার টাকা ও কাগজপত্র নবায়ন না করায় ক্যাফে রাজধানীকে ৫ হাজার টাকা, পিপাসা হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অপর অভিযানে সকালে স’মিলে লাইসেন্স না থাকায় গিয়াস উদ্দিন টিম্বার্সকে ৮ হাজার টাকা ও জাহাঙ্গীর টিম্বার্সকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

ঐ সব প্রতিষ্ঠানকে আগামী এক মাসের মধ্যে কাগজপত্র ঠিক করার নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ