Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মারা গেছেন কলকাতার প্রখ্যাত অভিনেতা তাপস পাল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা তাপস পাল মারা গেছেন। গতকাল ভোরে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তার মৃত্যুতে টালিউঢে শোকের ছায়া নেমে এসেছে। তাপস পাল গত দুই বছর ধরে হৃদযন্ত্রের অসুস্থতায় ভুগছিলেন। এজন্য বেশ কয়েক বার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পারিবারিক সূত্রের উদ্ধৃতি দিয়ে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, সম্প্রতি মেয়েকে দেখতে মুম্বাই যান তাপস পাল। সেখান থেকে কলকাতা ফেরার পথে বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার ভোর চারটার দিকে সেখানেই তার মৃত্যু হয়। পশ্চিমবঙ্গের চন্দননগরে জন্ম নেওয়া তাপস পাল হুগলি মোহসিন কলেজ থেকে জীববিজ্ঞানে ¯স্নাতক সম্পন্ন করেন। ২২ বছর বয়সে তিনি তরুণ মজুমদার পরিচালিত দাদার কীর্তি সিনেমায় অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। গুরুদক্ষিণা সিনেমায় তার অনবদ্য অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে সাড়া ফেলেন। ছবির জন্য তাকে আজীবন মনে রাখবে বাংলার দর্শকরা। এরপর মায়া মমতা, সুরের ভুবনে, সমাপ্তি, চোখের আলো, অন্তরঙ্গ, সাহেব প্রভৃতি বিখ্যাত বাংলা সিনেমায় তিনি অভিনয় করেছিলেন। ১৯৮১ সালে সাহেব সিনেমার জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান। বলিউডের সিনেমায়ও কাজ করেছেন এই ভিনেতা। অবোধ সিনেমায় মাধুরী দীক্ষিতের বিপরীতে অভিনয় করেছিলেন। অভিনয় থেকে বিদায় নিয়ে ২০০৯ সালে তৃণমূলের টিকিটে কৃষ্ণনগর থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টালিউঢ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ