Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

শুরু হচ্ছে কুষ্টিয়ায় ৪ লেনের কাজ

এস এম আলী আহসান পান্না, কুষ্টিয়া থেকে | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

প্রায় ৩শ’ ৫ কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া শহরাংশে ফোর লেনের কাজ চলতি বছর মে মাসেই শুরু হচ্ছে। কুষ্টিয়া শহরের বটতৈল থেকে মজমপুর গেট হয়ে ত্রিমোহনী মোড় পর্যন্ত ১০ কিলোমিটার ৪ লেনের এ কাজ শুরু হবে। পরিকল্পনা বিভাগের এনইসি একনেক ও সমন্বয় অনুবিভাগের সিনিয়র সহকারী প্রধান তাহমিনা তাছলীম স্বাক্ষরিত একপত্রে এ তথ্য জানা যায়। কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের সার্বিন্ন্ড্বোবধানে এ উন্নয়নের কাজ এগিয়ে চলেছে।
জানা যায়, গত বছর ২৬ নভেম্বর একনেকের সভায় ৫ শ’ ৭৪ কোটি টাকা ব্যয়ে ঝিনাইদহ-কুষ্টিয়া-পাকশী-দাশুরিয়া জাতীয় মহাসড়ক এর ৩শ’ ৫ কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া শহরে ৪ লেনের উন্নীতকরণসহ অবশিষ্ঠাংশসহ যথাযথ মানে উন্নীতকরণ প্রকল্পটি উপস্থাপন করা হয়। পরবর্তিতে গত ১০ ডিসেম্বর প্রকল্পটি অনুমোদিত হয়। ওই সভায় ঝিনাইদহ-কুষ্টিয়া-পাকশী-দাশুরিয়া জাতীয় মহাসড়কের কুষ্টিয়া শহরাংশ ৪ লেনে উন্নীতকরণসহ অবশিষ্টাংশ যথাযথ মানে উন্নীতকরণ শীর্ষক সম্পূর্ণ প্রকল্পটি জিওবি অর্থায়নে ৫৭৪.১৬৯০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ৩১ জুলাই ২০১৯ হতে ৩০ জুন ২০২২ পরিবর্তে ১ জানুয়ারি ২০২০ হতে ৩১ ডিসেম্বর ২০২২ মেয়াদে বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ প্রকল্পের আওতায় প্রায় ৩ শ’ ৫ কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া শহরাংশে-৪ লেনে কুষ্টিয়া শহরের বটতৈল থেকে মজমপুর গেট হয়ে ত্রিমোহনী মোড় পর্যন্ত ১০ কি.মি. সড়কের উভয় পাশে বৃক্ষরোপণ এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজের গুণগতমান রক্ষায় প্রকল্প বাস্তবায়ন করতে হবে মর্মে নির্দেশনা প্রদান করা হয়েছে। এ ছাড়া এ জাতীয় মহাসড়কের সাথে দু’পাশে ২০ কি. করে ড্রেন ও ফুটপাতও থাকবে। সড়কের মাঝে ডিভাইডার, লাইট, ফুলের বাগান এবং মজমপুর গেটে ট্রাফিক আইল্যান্ডের পরিবর্তে থাকবে অত্যাধুনিক অটো সিগন্যাল।
এ প্রকল্পের দাপ্তরিক কাজ ইতোমধ্যেই শেষ করা হয়েছে। মজমপুর গেট থেকে ত্রিমোহনী পর্যন্ত পুলিশ লাইন, জেলা ও দায়রা জজের বাসভবন বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।
সওজ বিভাগ সে সব বিষয় মাথায় রেখে প্রকল্পের কাজ শুরু করবে বলে জানা গেছে। এ ছাড়া বটতৈল থেকে চৌড়হাস, উপজেলা মোড়, কাস্টমস মোড়, মজমপুর গেট, মঙ্গলবাড়িয়া ও ত্রিমোহনি মোড়সহ এ ১০ কিঃ মিঃ সড়কের দুই পাশে কয়েক হাজার দোকান, মার্কেট, আবাসিক বাড়ীসহ বেশ কিছু স্থাপনা।
সওজ বলছে, এসব স্থাপনা অপসারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেছে। শহরের সৌন্দর্যবৃদ্ধিসহ কুষ্টিয়া বাসীর দীর্ঘদিনের দুর্ভোগ যানজট থেকে মুক্তি দিতেই সরকার এ প্রকল্প গ্রহণ করেছে বলে জানিয়েছে।
এ ব্যাপারে কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানিমুল হক জানান, পুরো কুষ্টিয়া জেলাকে জাতীয় মহাসড়কে অর্ন্তভুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে কুষ্টিয়া সওজ বিভাগ কাজ করে আসছে। ইতোমধ্যে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কাজ প্রায় শেষের পথে। একই সাথে কুষ্টিয়া মেহেরপুর, কুষ্টিয়া-পাকশী-দাশুরিয়া-কুষ্টিয়া-ঝিনাইদহ জাতীয় মহাসড়কের কাজের সাথে সাথে কুষ্টিয়া শহরের বটতৈল থেকে মজমপুর গেট হয়ে ত্রিমোহনী মোড় পর্যন্ত ৪ লেনের কাজ এ বছর মে মাসেই শুরু হবে। এ জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩শ’ ৫ কোটি টাকা।
তিনি জানান, সড়কের পাশে বৃক্ষরোপণ, মাঝে ডিভাইডার, মোড়ে অটো সিগনাল, মজমপুর গেট মোড়ের প্রস্ততাবৃদ্ধিসহ ১০ কি. মি. সড়কটি বর্তমানের ৩৪ ফিটের পরিবর্তে ৭৮ ফিটে উন্নীতকরণ করা হবে। দুপাশে ২০ কি. মি. ড্রেন ও ফুটপাত নির্মাণ করা হবে বলেও তিনি জানান।



 

Show all comments
  • হুমায়ুন কবির ২১ ফেব্রুয়ারি, ২০২০, ৩:৫০ পিএম says : 0
    খুবই জরুরী এই বিষয়গুলো,,, ভালো লাগলো জেনে।
    Total Reply(0) Reply
  • হুমায়ুন কবির ২১ ফেব্রুয়ারি, ২০২০, ৩:৫০ পিএম says : 0
    খুবই জরুরী এই বিষয়গুলো,,, ভালো লাগলো জেনে।
    Total Reply(0) Reply
  • হুমায়ুন কবির ২১ ফেব্রুয়ারি, ২০২০, ৩:৫০ পিএম says : 0
    খুবই জরুরী এই বিষয়গুলো,,, ভালো লাগলো জেনে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৪ লেনের কাজ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ