Inqilab Logo

মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

নিজস্ব অর্জন নয়, সৃষ্টিকর্তার অশেষ দয়ায় আ’লীগের সাংগঠনিক সম্পাদক হয়েছেন বলে জানালেন নাদেল

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ৭:৫৯ পিএম

আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক পদ পাওয়ার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সিলেটের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হলেন শফিউল আলম চৌধুরী নাদেল। মতবিনিময়কালে নাদের বলেন, অনেকটা অপ্রত্যাশিতভাবে সাংগঠনিক সম্পাদক পদের ভাগিদার হয়েছেন। মহা এ দায়িত্ব প্রাপ্তিকে নিজের অর্জন নয়, বরং অকপটে স্বীকার করছেন সৃষ্টি কর্তার পরম দয়ায় গৌরবের এ অধ্যায় তার জীবনে সংযোগ ঘটছে। পদ প্ওায়ার পর, দলের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী তাকে ডেকে বললেন, তোমার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কিন্ত পদ যখন দেয়া হয়েছে, কোন গ্রুপিং রাজনীতি চলবে না। নেত্রীর এ নির্দেশায় বাস্তবায়নই তার মুখ্য উদ্দেশ্যে বলে জানিয়েছেন সাংবাদিকদের। বুধবার (১৯ ফ্রেব্রুয়ারী ) নগরীর অভিজাত হোটেল বেলা সাড়ে ১২টায় আয়োজিত এ মতবিনিময় সভায় স্বর্তস্ফ‚র্তভাবে সাংবাদিকদের উপস্থিতি ঘটে। মতবিনিময়কালে বিভিন্ন প্রসঙ্গের সাথে নাদেলের নামে সিলেটে ছাত্রলীগের একটি গ্রুপ থাকার বিষয়টি তুলে ধরেন সাংবাদিকরা। এ প্রসঙ্গে নাদেল বলেন, সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব পাওয়ার পর প্রথম প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, তোমাকে আমি তৃণমূল থেকে নিয়ে এসেছি। এখন তোমার নামে গ্রুপিং শুনতে চাই না। নাদেল বলেন, আমি প্রধানমন্ত্রীকেও কথা দিয়েছে, আমার নামে কোনো গ্রুপিং হবে না। আজ আপনাদেরও কথা দিলাম। এসময় নাদেল আরও জানান, আওয়ামী লীগের ২৯ তম জাতীয় কাউন্সিলে আমি কাউন্সিলরও ছিলাম না। সারাদিন হোটেলে বসে কাটিয়েছি। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাওয়াটা তাই আমার কাছে ছিলো অপ্রত্যাশিত। তবে আমি সৌভাগ্যবান। সৃষ্টিকর্তার করুনা ও আপনাদের সহযোগিতা আমার প্রতি সবসময়ই ছিলো। আগামীতেও সহযোগিতা চাই। ময়মনসিংহ বিভাগের দায়িত্ব পেয়ে নিজে খুশি জানিয়ে নাদেল বলেন, আমাদের একজন সাংগঠনিক সম্পাদক ছাড়া সকল সাংগঠনিক সম্পাদককে ভিন্ন ভিন্ন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি ময়মনসিংহ যাওয়ায় ব্যক্তিগত ভাবে খুশি। আমি যেহেতু নতুন সেহেতু ছোট বিভাগে কাজ করতে আমার জন্য সুবিধা হবে। নাদেল বলেন, আমার বিরুদ্ধে নামে-বেনামে প্রায় ১৫-২০ টি অভিযোগ দুদক সহ বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা এসব অভিযোগ খতিয়ে দেখে কোনো কিছু পাননি। এসময় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাব, সিলেট জেলা প্রেসক্লাব, ইলেকট্রনিকস মিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশন (ইমজা) নেতৃবৃন্দসহ সিলেটে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ