Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

টঙ্গীতে ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ৯:৪১ পিএম

টঙ্গীর মধ্য আরিচপুর থেকে ডিবি পরিচয়দানকারী হোসেন আল মামুন ওরফে রাশেল(৩৫) নামের একজনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ ।

হোসেন আল মামুন অরফে রাশেল(৩৫) কুষ্টিয়া সদর থানার হাউজিং স্টেট এলাকার আলতাব হোসেনের ছেলে । সে উত্তরার ৬ নং সেক্টরে বসবাস করে।

পুলিশ সুএে জানা গেছে, বুধবার দুপুরে টঙ্গী মধ্য আরিচপুরে এক ফার্মিসিতে গিয়ে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঔষধ কেনার সময় তার সাথে ওই ফার্ম্মেসী মালিকের সাথে ঔষধের মূল্য নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নিজেকে ডিবির সদস্য পরিচয় দিয়ে হুমকি দিলে স্থানীয় লোকজন তাকে আটক করে গনধোলাই দেয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার এসআই আবুল কাশেমর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে ঐ প্রতারককে আটক করে থানায় নিয়ে যায়।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রাথমিক তদন্ত শেষে আইনী পদক্ষেপ নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ