Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

টিকটকের ‘জ্বালা’ ও মূর্খতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

ছোট ভিডিও বানানোর অ্যাপ তরুণ-তরুণীদের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে। কীভাবে ফেলেছে সেটি বোঝাতে একটি ভিডিও শেয়ার করেছেন ভারতের রেলমন্ত্রী পীযূষ গোয়েল। ওই ভিডিওতে এক যুবককে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে দেখা গেছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, চলন্ত ট্রেনের দরজা ধরে ঝুলছেন এক যুবক। আচমকাই তিনি ট্রেন থেকে নিচে পড়ে যান। কয়েক মুহূর্ত অর্থাৎ ২ থেকে ৩ সেকেন্ড মনে হবে যেন পড়ে যাওয়া যুবকটি ট্রেনের নিচেই চলে গেছেন।

ট্রেন সামনের দিকে এগোতেই বোঝা যায়, নাহ! এ যাত্রায় তিনি জীবনে রক্ষা পেয়েছেন। ট্রেনের ভেতর থেকে এই ভিডিওটি তুলেছেন আরে যাত্রীজন।
ভিডিওটি পোস্ট করে ভারতের রেলমন্ত্রী লিখেছেন, ‘আপনার জীবন অমূল্য। অকারণে স্ট্যান্ট দেখানো বাহাদুরি নয়, রীতিমত মূর্খতা।’ সূত্র : এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মূর্খতা

২০ ফেব্রুয়ারি, ২০২০
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ