Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রাণ ক্র্যাকো আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু বুধবার

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ৪:৩৬ পিএম

৪০টি সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি উইন্টার স্ম্যাশ-২০২০’ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে পাঁচ দিন ব্যাপী এ টুর্নামেন্ট শুরু হবে ২৬ ফেব্রুয়ারি।

পঞ্চমবারের মতো এ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় থাকছে প্রাণ ফুডস লিমিটেডের ¯œ্যাকস ব্র্যান্ড ‘ক্র্যাকো’ এবং কো-স্পন্সর ড্রিংকো ফ্লোট ও ভিশন ইলেকট্রনিকস। এছাড়া টুর্নামেন্টের সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডায় প্রাণ সেন্টারে এক সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

প্রাণ ফুডস এর জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো: আলী হাসান বলেন, “ব্যাডমিন্টন খেলাকে আরো জনপ্রিয় করতে পঞ্চমবারের মতো এই টুর্নামেন্টের সাথে সম্পৃক্ত হয়েছি। ক্র্যাকো’র লক্ষ্য তরুণদের সাথে কাজ করা এবং তাদের প্রতিভা বিকাশে সহায়তা করা”।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষক ও বিশ্ববিদ্যালয়টির স্পোর্টিং ক্লাবের সমন্বয়কারী এ এস এম আসিফ বলেন, আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে এটি সবচেয়ে বড় ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এবারের টুর্নামেন্টে ছয় ক্যাটাগরিতে প্রায় ১২০ টি দল অংশ নেবে।

সংবাদ সম্মেলনে প্রাণ বেভারেজ লিমিটেড এর জেনারেল ম্যানেজার (মার্কেটিং) আতিকুর রহমান, ভিশন ইলেকট্রনিকস এর ব্রান্ড ম্যানেজার শেখ মাহাবুবুর রহমান, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন এর আম্পায়ার আয়াজ আল আমিন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের সভাপতি মুরাদ আল শামসসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রাণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ