Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফ্লাইওভারের নিম্নাংশ হোক পরিচ্ছন্ন

মুহা. ইকবাল আজাদ | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

যানজট, জনদুর্ভোগ থেকে মুক্তিলাভের জন্য শহরে-বন্দরে বেড়ে উঠেছে নানা দৈর্ঘ্যরে ফ্লাইওভার। উঁচু উঁচু স্তম্ভে দন্ডায়মান বিশাল আকৃতির কৃত্রিম পথগুলোর মাধ্যমে যানজট কিছুটা হ্রাস পেলেও ফ্লাইওভারের নিম্নাংশে রয়েছে ময়লা-আবর্জনার স্তূপ, যা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। পিলারের পাশ ঘেঁষে পথশিশুদের আস্তানা গড়ে উঠেছে। তারা নেশায় বিভোর হয়ে থাকে। ফ্লাইওভারের নিচের রাস্তাবিহীন খালি জায়গাতে আলাদা মাটি ফেলে নিশ্ছিদ্র বেষ্টনী দিয়ে ফুলগাছের চারা লাগালে সৌন্দর্য বর্ধনের পাশাপাশি সবুজায়নের চর্চা হতো। কিংবা খালি জায়গায় উপাসনার ব্যবস্থা করা যেতে পারে। ফ্লাইওভারের অব্যবহূত নিম্নাংশের পূর্ণ ব্যবহারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্লাইওভার


আরও
আরও পড়ুন