কহিনুরের পা বিচ্ছিন্নের ঘটনায় লঞ্চ কর্মীদের বিরুদ্ধে মামলা
ভোলার দৌলতখান উপজেলার এমভি ফারহান-৫ লঞ্চের চাপায় কহিনুর বেগম নামে এক নারীর পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় লঞ্চ চালক, মাস্টার ও কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে।বুধবার দৌলতখান
হবিগঞ্জে চৌধুরী ফিলিং স্টেশনের বিসমিল্লাহ হোটেলে চাঁদা না দেওয়ায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলার শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ওই খাবার হোটেলে এ ঘটনা ঘটে।
হোটেল মালিক আবুল কালাম জানান, চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের সাবেক মেম্বার রফিক মিয়ার ছেলে সালমান মিয়া (২৫) দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছেন। এছাড়া প্রায়ই তিনি হোটেলে খেয়ে টাকা না দিয়ে চলে যান। টাকা চাইলে গালমন্দ করেন।
শনিবার সন্ধ্যায় তিনি তার দলবল নিয়ে হোটেলে এসে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। না দেওয়া তারা হোটেলে হামলা চালান।
পরে স্থানীয় লোকজন আসলে তারা পালিয়ে যান। এ ঘটনায় লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।