Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বইমেলায় শফিউল্লাহ সুমনের আর খাবো না সর্ষে ইলিশ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক শফিউল্লাহ সুমনের গ্রন্থ ‘আর খাবো না সর্ষে ইলিশ’। গত ২১ ফেব্রুয়ারী বইমেলার উন্মুক্ত মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। এ সময় উপস্থিত ছিলেন সাহিত্য ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্টজনেরা। ফজলে রাব্বী মিয়া বলেন, মায়ের প্রতি সন্তানের ভালোবাসার এক প্রতিচ্ছবি ফুটে উঠেছে আর খাবো না সর্ষে ইলিশে। প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মুলত স্মৃতিচারণমূলক হলেও বইটিতে উঠে এসেছে সমাজজীবনের ত্রু টি-বিচ্যুতি ও নানা অসঙ্গতি। সেক্ষেত্রে শুদ্ধসমাজ নির্মাণে ইতিবাচক ভ‚মিকা রাখতে পারে এই প্রকাশনা। আদিবা প্রকাশ থেকে বের হওয়া গ্রন্থটি পাওয়া যাচ্ছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (১০২) ও ঘাস ফুল নদীর (১৯২) স্টলে।
ছবিঃ সুমন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোড়ক উন্মোচন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ