Inqilab Logo

ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২০, ১৫ অগ্রহায়ণ ১৪২৭, ১৪ রবিউস সানি ১৪৪২ হিজরী

লক্ষীপুরে ১৫ দোকানে আগুন

লক্ষীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

লক্ষীপুর সদরে চরশাহী ইউনিয়নের নোয়াহাটে গতকাল রোববার ভোর রাতে অগ্নিকান্ডে ১৫টি দোকান ভষ্মিভূত হয়। লক্ষীপুর ও নোয়াখালীর দুটি ইউনিট প্রায় দু’ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগেই মোরশেদের রাইচ মিল, ইসমাইলের মোদি দোকান, প্রিয়া ডেকোরেটর, তন্নি ফার্মেসী, সাদ্দামের হার্ডওয়ার ও শাহজানের দোকানসহ ১৫টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোরশেদ আলম, নুরুল আমিনসহ আরো অনেকে বলেন, আগুনে পুড়ে আমাদের সব শেষ হয়ে গেছে। এখন ঘুরে দাড়ানোর মতো অবস্থা নেই। তাই সরকারি সহযোগিতা চাই। লক্ষীপুর ফায়ার স্টেশনের উপ-পরিচালক ইকবাল হোসেন জানান, অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরুণে কাজ চলছে।
লক্ষীপুর ডিসি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের তালিকা করতে নির্দেশ দেয়া হয়েছে। খুব শিগগিরই ক্ষতিগ্রস্তরা সরকারি সহযোগিতা পাবেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুন

২৫ অক্টোবর, ২০২০
১৫ অক্টোবর, ২০২০
১৪ অক্টোবর, ২০২০
২৮ এপ্রিল, ২০২০

আরও
আরও পড়ুন