স্বামী ‘ফোন না ধরায়’ অভিমানে স্ত্রীর আত্মহত্যা

নীলফামারীর ডোমারে স্বামী ফোন রিসিভ না করায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আলিফা বেগম
বরিশাল শহরে শুক্কুর হাওলাদার (৫৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার বিকেলে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন বাঘিয়া মাদরাসা সংলগ্ন এলাকায় নিজ বাসা থেকে শুক্কুর হাওলাদারের লাশ উদ্ধার করা হয়।
নিহত শুক্কুর বরিশালের আমিরগঞ্জ এলাকার মুকন্দপট্টির মৃত আ. মান্নান হাওলাদারের ছেলে। তিনি বেশকিছুদিন ধরে বাঘিয়া এলাকায় স্ত্রী রেহানা এবং মেয়ে লিজা ও লামিয়াকে নিয়ে বসবাস করে আসছিলেন। তিনি একটি জীবন বিমা কোম্পানিতে চাকরি করতেন।
শুক্কুর হাওলাদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে এয়ারপোর্ট থানা পুলিশের ওসি (তদন্ত) মো. ফয়সাল জানান, পারিবারিক কলহের জের ধরে গলায় দড়ি দিয়ে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।