Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাজধানীতে ভুয়া এসএসএফ কর্মকর্তা আটক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৭ এএম

রাজধানীর রমনা এলাকা থেকে মুকুল হোসেন নামের এক ভুয়া এসএসএস কর্তকর্তাকে আটক করেছে র‌্যাব। গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে রমনা সার্কিট হাউজ রোডের ৭ নম্বর বাসার ৬ষ্ঠ তলা থেকে তাকে আটক করা হয়। গতকাল র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফাইজুল ইসলাম জানান, মুকুল হোসেন দীর্ঘদিন ধরে প্রতারণার উদ্দেশ্যে ভুয়া এসএসএফ কর্মকর্তা পরিচয় দিয়ে আসছিলো। পরে গত রোববার রাতে গাপন সংবাদের ভিত্তিতে রাজধানীর রমনা এলাকার ওই বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি, একটি এসএসএফ জ্যাকেট, একটি মোবাইল সেট, ৪টি ব্যাংক কার্ড ও এক হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, বিভিন্ন ব্যক্তির সাথে প্রতারণা করেছে বলে স্বীকার করেছে মুকুল। এছাড়াও বিভিন্ন সময় সরকারি কর্মকর্তাদের ফোন করে ভয়ভীতি দিয়ে নিয়োগ, বদলি বাণিজ্য ও চাঁদাবাজি করতো মুকুল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজধানী

১৩ ডিসেম্বর, ২০২২
১১ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ