Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আমরা জিতলে বাজার রকেটের গতিতে এগোবে : ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা, সুরক্ষা, এবং বাণিজ্য ও বিনিয়োগের ম‚ল ক্ষেত্রগুলি সহ দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয়ে বৈঠক করেন। হায়দরাবাদ হাউজে তাদের আলোচনার সময়, দুই নেতাই তালিবান বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি চুক্তি, ইন্দো-প্রশান্ত মহাসাগরের পরিস্থিতি, সন্ত্রাসবাদের হুমকি এবং উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি সহ আঞ্চলিক ইস্যুতেও আলোচনা করেন। তিনি বলেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে যদি আমরা জিতি, বাজার রকেটের মতো গতিতে এগিয়ে যাবে। নয়াদিল্লিতে মার্কিন দ‚তাবাসে বক্তব্য রাখার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরো বলেন যে, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি বিজয়ী হলে বাজার দ্রæতম গতিতে সামনের দিকে এগিয়ে যাবে। অপরদিকে, মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প মঙ্গলবার সকালে দিল্লির রাজ্য সরকার পরিচালিত বিদ্যালয়ে স্কুল পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় বসেন। মেলানিয়া হ্যাপিনেস ক্লাস-এ অংশ নিয়েছিলেন। মেলানিয়া ট্রাম্পকে দক্ষিণ দিল্লির মোতিবাগের সর্বোদয় কো-এড সিনিয়র সেকেন্ডারি বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা স্বাগত জানান। দক্ষিণ দিল্লির এই বিদ্যালয়ে ভিভিআইপি সফর এমন একদিনে আয়োজিত হল যখন বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় ভয়াবহ সংঘর্ষের জেরে মৃত্যু ও অগ্নিসংযোগের জেরে উত্তর-প‚র্ব দিল্লির বেশ কিছু অংশ কার্যত উত্তপ্ত। এনডিটিভি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ