Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

৭৫ হাজার কোটি ডলারের বাজেট নিয়ে প্রশ্ন বার্নির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের অন্যতম মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স তার দেশের ৭৫ হাজার কোটি ডলারের সামরিক বাজেট নিয়ে প্রশ্ন তুলেছেন। একইভাবে তিনি ধনীদের জন্য এক ট্রিলিয়ন ডলারের যে ট্যাক্স কাটছাঁট করা হয়েছে তারও কঠোর সমালোচনা করেছেন। স্যান্ডার্স সোমবার এক নির্বাচনী প্রচার অনুষ্ঠানে বলেন, ধনীদের জন্য ট্যাক্স কমানো হচ্ছে অথচ সমাজের কম আয়ের মানুষজনের জন্য নানারকম সামাজিক সুবিধা বাতিল করা হচ্ছে। স্যান্ডার্স আগামী ১০ বছরে শিশুদের সেবা এবং প্রাথমিক শিক্ষা ব্যবস্থার জন্য দেড় ট্রিলিয়ন ডলার খরচ করার প্রস্তাব দেন। বিপুল পরিমাণ এই অর্থের সরবরাহ মার্কিন ধনীদের কাছ থেকে নিশ্চিত করা হবে বলেও তিনি উল্লেখ করেন। বার্নি স্যান্ডার্সের প্রস্তাবিত এই পরিকল্পনা বাস্তবায়ন করা হলে আমেরিকার সমাজে ব্যাপক জনকল্যাণম‚লক সেবা নিশ্চিত করা যাবে। বার্নি স্যান্ডার্স তার নির্বাচনী প্রচারণায় সামাজিক জনকল্যাণম‚লক কাজে অর্থ ব্যয় করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। তিনি বলছেন, প্রতিটি শিশুর জন্য উন্নতমানের সেবা এবং শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার জন্য রাষ্ট্রের নৈতিক দায়িত্ব রয়েছে। এক্ষেত্রে কোনো শিশুর পারিবারিক ঐতিহ্য অথবা সামাজিক মর্যাদা খোঁজা উচিত হবে না বরং সবাইকে সার্বজনীন স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার আওতায় আনতে হবে যা এরইমধ্যে বেশকিছু উন্নত দেশে চালু করা হয়েছে। রয়টার্স,পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বার্নি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ