Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভারতে জিহাদের আহ্বান আল কায়েদার, সতর্ক দিল্লি

ভিডিওতে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তা হত্যার ডাক

প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সম্প্রতি আল কায়েদার নামে ছড়িয়ে পড়া এক ভিডিওতে ভারতীয় উপমহাদেশে আবারও জিহাদের ডাক দেয়া হয়। ওই ভিডিও যে আল কায়েদার তা নিশ্চিত করেছে ভারতীয় গোয়েন্দারা। টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণে কাজ করা বিতর্কিত সংস্থা সাইট ইন্টিলিজেন্স-এর ওয়েবসাইটেও ওই ভিডিওর বরাতে খবর প্রকাশ করা হয়েছে। নতুন ওই ভিডিও বার্তায় উপমহাদেশের আল কায়েদা প্রধান মাওলানা আসিম উমর পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের খুনের নির্দেশ দিয়েছেন। ভিডিওটি আল কায়েদার, তা নিশ্চিত হওয়ার পরেই শুক্রবার থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেয় দিল্লি পুলিশ।
এশিয়ান এজের খবরে বলা হয়েছে, কর্মকর্তাদের কর্মস্থলের পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তাও বাড়ানো হয়েছে। ভিডিওতে উমর বলেছেন, ভারত রাষ্ট্র ও তার প্রতিটি বিভাগ ভারতীয় মুসলিমদের ওপর হামলার জন্য দায়ী। না হলে এত সহজে মুসলিমদের খতম করা যেত না। আল কায়েদা প্রধানের বক্তব্য, ভারতীয় মুসলিমরা সিরিয়ার দিকে তাকাক, তাদের জঙ্গি ভাইদের পদাঙ্ক অনুসরণ করুক, দেখুক, কীভাবে একের পর এক জঙ্গি জন্ম নিয়ে গোটা এলাকা তছনছ করে দিয়েছে আল কায়েদা প্রধানের নয়া এই ভিডিও বার্তা যদিও হালকাভাবে নিচ্ছেন না ভারতীয় গোয়েন্দা অফিসাররা। আইএএস, আইপিএস অফিসারদের নিরাপত্তা বাড়ানোর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কেন্দ্রীয় সরকারী সূত্রের খবর। একই সাথে বোঝার চেষ্টা হচ্ছে, নয়া এই ভিডিও ঠিক কতটা মানুষের মধ্যে প্রভাব ফেলতে পারে। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতে জিহাদের আহ্বান আল কায়েদার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ