Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমানের দিক নির্দেশনার উপর সেমিনার

| প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম

রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এর সার্বিক তত্ত্বাবধানে একটি সেমিনার বুধবার বিপসটে অনুষ্ঠিত হয়। বিশ্ব শান্তি ও নিরাপত্তায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শিতার প্রতিফলনের আলোকেবিশ্ব শান্তি ও নিরাপত্তায় নিয়োজিত বাংলাদেশী শান্তিরক্ষীদের শান্তি প্রতিষ্ঠা কার্যক্রমকে মূল্যয়ন এবং উৎসাহ প্রদানকরাই ছিল সেমিনারের মুখ্য উদ্দেশ্য। বিপসটের কমান্ড্যান্ট মেজর জেনারেল সাজ্জাদুল হক প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানিকভাবে সেমিনারের উদ্বোধন করেন। উক্ত সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু বিষয়ক গবেষক লে. কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির (অব.), বীর প্রতীক, ব্রিগেডিয়ার জেনারেল মো. তোফায়েল আহমেদ (এলপিআর) পরিচালক, ব্যবসায় শাখা, আর্মিওয়েল ফেয়ার ট্রাস্ট, বাংলাদেশ সেনাবাহিনী এবং প্রফেসর ড. রাশেদ উজ জামান, আন্তর্জাতিক সর্ম্পক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিষয়োক্ত সেমিনারে বাংলাদেশ সামরিক বাহিনী ওবাংলাদেশ পুলিশ এর পদস্থ কর্মকর্তা, দেশীয় স্বনামধন্য বিশ্ববিদ্যালয় - ঢাকা, জাহাঙ্গীরনগর, ব্র্যাক এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী এবং বিপসট কর্তৃক পরিচালিত প্রশিক্ষণসমূহের দেশী/বিদেশী প্রশিক্ষনার্থী ও পর্যবেক্ষক অংশগ্রহণ করেন।-আইএসপিআর



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গববন্ধু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ