Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অস্ট্রেলিয়ার বিপক্ষে মেয়েদের বড় হার

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ৫:১৯ পিএম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের নারী দল ম্যাচ হারল বড় ৮৬ রানের ব্যবধানে। অস্ট্রেলিয়ার ১ উইকেটে ১৮৯ রানের জবাবে বাংলাদেশের ইনিংস শেষ ৯ উইকেটে ১০৩ রানে। এই বিশাল হারই জানান দিচ্ছে ম্যাচে প্রতিযোগিতার ছিঁটেফোঁটাও ছিল না। পুরোপুরি একতরফা ভঙ্গিতে দাপট নিয়ে অস্ট্রেলিয়া ম্যাচ জিতল। আর বিশ্বকাপে নিজেদের টানা দুই ম্যাচে হেরে বাংলাদেশের এখন সামনে বাড়া কঠিন হয়ে গেল। বাংলাদেশের পরের দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।

আজ (বৃহস্পতিবার) ক্যানবেরার মানুকা ওভারে টসে জিতে অস্ট্রেলিয়া ১ উইকেটে তুলে ১৮৯ রান। বিশাল সেই রান তাড়ায় নেমে বাংলাদেশ শুরু থেকেই সমস্যায় পড়ে। পাওয়ার প্লেতে ২৬ রানে ৩ উইকেট হারিয়ে বসে। মিডলঅর্ডারে ফারজানা ইসলাম ও উইকেটকিপার জৌতি ছাড়া আর কোন ব্যাটার অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে বেশিক্ষণ টিকে পারেননি।

বিশাল টার্গেটের এই ম্যাচে জিততে হলে ব্যাট হাতে ঝড়ো ইনিংসের প্রয়োজন মেটাতে পারেননি কোন ব্যাটার। শেষ ৬ বলে ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন দাড়ায় ৯০ রানের! রান ও বলের এই ব্যবধানই জানিয়ে দিচ্ছে কোন সময়ে ম্যাচে ন্যূনতম সম্ভাবনা জাগাতে পারেনি বাংলাদেশ।

ম্যাচের শেষ ওভারে বাংলাদেশ টানা তিন বলে তিন উইকেট হারায়। স্পিনার জোনাসেনের ওভারের তৃতীয় বলে জাহানারা বোল্ড হলেন। পরের বলে স্ট্যাম্প আউট হলেন সালমা। পঞ্চম বলে খাজিদা তুল কুবরা রান আউট। শেষ বলে ফাহিমা খাতুন সিঙ্গেল রান নিয়ে উইকেট পতন ঠেকালেন, কিন্তু স্কোরবোর্ড তখন জানাচ্ছে বাংলাদেশ ম্যাচ হেরেছে ৮৬ রানে।

সংক্ষিপ্ত স্কোর :

অস্ট্রেলিয়া নারী দল : ১৮৯/১ (২০ ওভারে, হিলি ৮৩, মুনি ৮১* গার্ডনার ২২* সালমা ১/৩৯)।

বাংলাদেশ নারী দল : ১০৩/৯ (২০ ওভারে, শামীমা ১৩, নিগার সুলতানা জৌতি ১৯, ফারজানা ৩৬, রুমানা ১৩, স্কট ৩/২১, জোনাসেন ২/১৭)।

ফল : অস্ট্রেলিয়া ৮৬ রানে জয়ী।

ম্যাচসেরা : অ্যালিসা হিলি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ